আন্তর্জাতিক

ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলা: নিহত অন্তত ৫৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনের পশ্চিমাঞ্চলের রাস ইসা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২৬ জন। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে যুক্তরাষ্ট্র পরিচালিত হামলাগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হুথি যোদ্ধাদের অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ না হুথি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ করছে, ততক্ষণ এই ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।

অন্যদিকে, গাজা উপত্যকায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩২ জন ফিলিস্তিনি। শুক্রবার সকালে খান ইউনিসে এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করছে, বাস্তব সংখ্যাটি আরও বেশি—প্রায় ৬১ হাজার ৭০০ জন, কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

ত্রাণ সংস্থাগুলোর মতে, গাজায় চলমান পরিস্থিতি আমাদের প্রজন্মের অন্যতম বৃহৎ মানবিক ব্যর্থতা হিসেবে পরিগণিত হচ্ছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন