সর্বশেষ

আন্তর্জাতিক

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ভারতের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকারের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "বাংলাদেশকে নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিতে হবে, অপ্রাসঙ্গিক মন্তব্য না করে।"

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে জয়সোয়াল বলেন, "আমরা মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে চিন্তার তুলনা টানানো একটি উদ্দেশ্যহীন এবং অসৎ প্রচেষ্টা। সেখানে সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনো অবাধে ঘুরছেন।"

তিনি আরও জানান, "বাংলাদেশকে নিজেদের বিষয়াদি চিন্তা করতে হবে এবং অন্য দেশে ঘটে যাওয়া সহিংসতার সঙ্গে নিজেদের সমস্যা তুলনা না করে নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিতে হবে।"

এরআগে, গতকাল বৃহস্পতিবার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেন, ভারতে সংখ্যালঘু মুসলিমদের "পূর্ণ নিরাপত্তা" নিশ্চিত করার আহ্বান জানান। তিনি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে বলেন, "আমরা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা ন্যক্কারজনকভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের নিরাপত্তাহানির ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।"

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন