সর্বশেষ

সারাদেশ

পাবনার চাটমোহরে শিশু জুঁই হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে ছয় বছরের শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, "ফুলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করে যে বর্বরতা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো ক্লু উদঘাটন বা অপরাধীকে গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।" তারা অবিলম্বে হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ুন কবির এবং পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাসা থেকে বের হয় শিশু জুঁই। এরপর সে আর ফিরে আসেনি। পরদিন ১৫ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন