ঈশ্বরদীতে ঘর নির্মাণ নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, একজন নিহত

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এই ঘটনার সময় গুরুতর আহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই জিপু সরদার (৩০) মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই মনিরুল সরদার (৩৫) চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিপু সরদার অবিবাহিত ছিলেন এবং মনিরুল সরদার এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গে বসতবাড়ি নির্মাণ শুরু করেন। বাড়ির কক্ষ বন্টন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জের ধরে কথাকাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়, যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জিপুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১৩২ বার পড়া হয়েছে