সর্বশেষ

অর্থনীতি

অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ পাবে ইপিজেড ও শিল্পাঞ্চল: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান জানিয়েছেন, ‘আগে আসলে আগে’ ভিত্তিতে দেশের ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্পনগরীতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।

গ্যাস সংযোগ পেলেই যারা তাৎক্ষণিক উৎপাদনে যেতে পারবে, এমন শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী সপ্তাহের মধ্যেই লোড বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (গতকাল) সচিবালয়ে অনুষ্ঠিত গ্যাসের সিস্টেম লস হ্রাস সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জানানো হয়, পরিকল্পিত শিল্পাঞ্চলে বিইআরসি নির্ধারিত ট্যারিফে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ এবং পরিকল্পিত অঞ্চলের বাইরের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোতেও নতুন সংযোগ প্রদানে মন্ত্রণালয় নতুন পরিপত্র জারির সিদ্ধান্ত নিয়েছে।

গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নতুন সংযোগ এবং লোড বৃদ্ধি কার্যকর করতে হবে। একইসঙ্গে, এটি থেকে কতটুকু রাজস্ব বাড়তে পারে, তার হিসাবও নিরূপণ করতে হবে। এছাড়া, আগামী ৩১ মে’র মধ্যে দেশের গ্যাস পাইপলাইনের সকল লিকেজ মেরামতের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থাপিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের সিস্টেম লস ছিল ৮.৪৩ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫৩ শতাংশে। অথচ বিশ্বমান অনুযায়ী আদর্শ সিস্টেম লস হওয়া উচিত ২ শতাংশের নিচে। বিইআরসি বহু আগেই সিস্টেম লস ২ শতাংশের নিচে নামানোর নির্দেশনা দিয়েছিল।

সভায় আরও জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৪ হাজার ৭০ কিলোমিটার গ্যাস পাইপলাইনে জরিপ চালানো হয়। এতে ৯ হাজার ৩৮৪টি লিকেজ চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে জালালাবাদে ১১৮টি, জিটিসিএলে ২টি, কর্ণফুলী গ্যাসে ১১টি, বাখরাবাদে ৩টি এবং পশ্চিমাঞ্চলে ১টি লিকেজ মেরামত করা হয়েছে।

সরকারের লক্ষ্য, ২০২৬ সালের জুনের মধ্যে সিস্টেম লস ৪ শতাংশের নিচে নামিয়ে আনা।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন