সর্বশেষ

অর্থনীতি

বাংলাদেশি পণ্যে বছরে ১ বিলিয়ন ডলারের বেশি শুল্ক পায় যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশি পণ্যের ওপর প্রতি বছর এক বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক আদায় করে থাকে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর প্রায় ১৮০ মিলিয়ন ডলার শুল্ক আদায় করে।

এসব তথ্য তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘ট্রাম্প রিসিপ্রোকাল ট্যারিফ অ্যান্ড বাংলাদেশ: ইমপ্লিকেশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক ডায়ালগে।

এসময়, তিনি যুক্তরাষ্ট্রের শুল্কনীতি মোকাবিলায় বাংলাদেশের নতুন বাণিজ্য চুক্তি করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে কৌশলগত বিকল্প নিয়ে আলোচনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

ড. মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ মার্কিন আমদানিতে গড় ৬.২ শতাংশ শুল্ক আরোপ করে, তবে রিবেট বিবেচনায় তা কমে ২.২ শতাংশে দাঁড়ায়। এর বিপরীতে, বাংলাদেশ থেকে মার্কিন আমদানিতে গড় শুল্ক ১৫.১ শতাংশ।

বেকেএমইএ'র সাবেক সভাপতি মো. ফজলুল হক ট্রাম্পের শুল্কনীতিকে অনিশ্চিত এক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন, যেখানে চীন মূল টার্গেট। তিনি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময় পর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর শুল্ক কিছুটা কমাতে পারে যুক্তরাষ্ট্র। তবে, তিনি সতর্ক করেন যে, বায়ারদের সঙ্গে ৫০ শতাংশ নেগোসিয়েশন করতে হবে, এবং এর জন্য কারখানাগুলোর ব্যাংক সাপোর্ট প্রয়োজন।

ডায়ালগে অংশগ্রহণকারী অন্য বক্তারা জানান, মার্কিন শুল্কনীতি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বাণিজ্য ও শ্রমিকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।

অন্যদিকে, বক্তারা অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) কার্যকরভাবে কাজ করতে দিচ্ছে না, ফলে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে নিজস্ব চুক্তি ও কূটনৈতিক উদ্যোগে সমাধান খুঁজতে হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন