ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব: বিকল্প বাজার অনুসন্ধানের তাগিদ

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব অর্থনীতিতে আসন্ন সংকট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বাংলাদেশের জন্য রপ্তানি বাজার খুঁজে বের করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক দ্বন্দ্বের কারণে বাংলাদেশের রপ্তানি বাজারের ভবিষ্যত এখন অনিশ্চিত। দেশের অর্থনীতিবিদ ও গবেষকরা মনে করছেন, পরবর্তী পাঁচ বছর বাংলাদেশের জন্য বিকল্প বাজার খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।
কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান রেহমান সোবহান আজ এক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের ইউরোপীয় ইউনিয়নে বাজার সম্প্রসারণের চেষ্টা করা উচিত, কারণ সেখানে এখনো শুল্কমুক্ত সুবিধা রয়েছে। একইভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানেও বাজার অনুসন্ধান করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এশিয়া আগামী ২৫ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠবে, তাই এখানকার বাজারও গুরুত্বপূর্ণ।’
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মূল প্রবন্ধে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে ১৮ কোটি ডলার শুল্ক আদায় হলেও, বাংলাদেশ থেকে রপ্তানিতে যুক্তরাষ্ট্র ১২৭ কোটি ডলার শুল্ক নেয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি শুল্ক শূন্য করে, তবে অন্য দেশকেও সমান সুবিধা দিতে হবে, যা বাংলাদেশের জন্য ১৭ কোটি ডলার লোকসান হতে পারে।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজনে আজ এক সংলাপে বক্তারা শুল্ক নীতির প্রভাব ও বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংলাপের মধ্যে আলোচিত হয়, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনা। তবে, একাধিক বার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখনো এফটিএয়ের জন্য প্রস্তুত মনে করে না।
বিশেষজ্ঞরা সবার কাছে একটি বার্তা দিয়েছেন—বাংলাদেশের রপ্তানি বাজারের বৈচিত্র্য আনতে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসা এগিয়ে যেতে পারে।
১২৭ বার পড়া হয়েছে