চীনের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের ‘সংখ্যার খেলা’ শুল্ক কৌশলে আগ্রহ নেই

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি ও তা নিয়ে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে ‘সংখ্যার খেলা’ আখ্যা দিয়ে গুরুত্ব না দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি কোনো অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে না।
এর আগে, হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় যে, চীনের ওপর আরোপিত মোট শুল্কহার ২৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে ১২৫ শতাংশ পাল্টা শুল্ক, ফেন্টানিল সংকট মোকাবিলায় ২০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ৭.৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পদক্ষেপ 'অন্যায্য বাণিজ্যচর্চা' রোধে নেওয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল দেশের জন্য অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরবর্তীতে বেশ কিছু দেশের জন্য তা হ্রাস করেন। তবে চীনের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হয়।
এর প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে এবং জানায়, শুধুমাত্র সম্মান ও সমতার ভিত্তিতে হলে আলোচনার পথ খোলা থাকবে। একইসঙ্গে, চীন সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ দায়ের করেছে, যেখানে মার্কিন শুল্কনীতিকে বিশ্ব বাণিজ্য নিয়ম লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই চীন তাদের বাণিজ্য আলোচনার প্রধান প্রতিনিধিও পরিবর্তন করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত চীনা দূত লি চেংগ্যাং এখন নতুন আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি ওয়াং শোউওয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে আগ্রহী, তবে প্রথম পদক্ষেপ নেওয়ার দায়িত্ব চীনের। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আলোচনায় এগিয়ে আসতে হবে বেইজিংকেই।
১২৯ বার পড়া হয়েছে