সর্বশেষ

রাজনীতি

নির্বাচনের বিষয়ে বিএনপি নেতাদের আলোচনা, জামায়াতের ৩ শর্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, বরং বিএনপি নিজেই একটি সংস্কারমুখী দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘‘সবকিছুর মূলে জনগণ, আর জনগণের সম্মতিতেই আমরা এগিয়ে যেতে চাই।’’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব নিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়। বরং যখন কেউ সংস্কারের কথা বলেনি, তখনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'ভিশন ২০৩০' ঘোষণা করেছিলেন। আজ যারা সংস্কারের কথা বলেন, তারা অতীতে এসব নিয়ে কোনো উচ্চারণ করেননি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য বিএনপি বহুদিন সংগ্রাম করেছে। এখন আবার একটি সুযোগ এসেছে, আমরা তা কাজে লাগাতে চাই। আমরা এই সরকার ও কমিশনকে সহযোগিতা করছি।”

বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি, যার ভিত্তিতে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করে। কমিশন ইতোমধ্যে সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত ১৬৬টি সংস্কার প্রস্তাব ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। দলগুলোকে ১৩ মার্চের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এ পর্যন্ত বেশ কিছু দলের মতামতের ভিত্তিতে পৃথকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে কমিশন। আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়ন করে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনের ভিত্তি তৈরির লক্ষ্য নিয়েছে কমিশন।

কমিশনের একটি সূত্র জানায়, আজকের আলোচনা দিনব্যাপী চলতে পারে। তবে প্রয়োজন হলে আগামী সপ্তাহে পুনরায় বিএনপির সঙ্গে বৈঠকে বসতে পারে জাতীয় ঐকমত্য কমিশন।

 

এদিকে, জাতীয় নির্বাচনের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের আগে তিনটি শর্ত পূরণ হওয়া আবশ্যক—দৃশ্যমান মৌলিক সংস্কার, গণহত্যার বিচার এবং রাজনৈতিক সহাবস্থান।”

তিনি জানান, “দৃশ্যমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ নিয়ে আমরা সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছি। হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয়ের বাস্তবায়নে মৌলিক পরিবর্তন অত্যন্ত জরুরি।”

ডা. শফিকুর রহমান বলেন, “প্রথম শর্ত হিসেবে রাজনৈতিক দলগুলোকেই সংস্কারের মূল অংশীদার হতে হবে। তারা সহযোগিতা করলে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। না করলে নির্বাচনের ফল আগের মতোই প্রশ্নবিদ্ধ হবে এবং এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।”

দ্বিতীয় শর্ত হিসেবে তিনি গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার দাবি করেন। তার মতে, “এতে জনগণের আস্থা ফিরে আসবে এবং শহীদদের আত্মাও শান্তি পাবে।”

তৃতীয় শর্ত হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর জোর দেন জামায়াত আমির। তিনি বলেন, “নির্বাচনে জয়ী হলে সুষ্ঠু আর পরাজিত হলে অনিয়ম—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে—সরকার, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি সবাইকেই এগিয়ে আসতে হবে।”

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, “নির্বাচনের আগে এই তিনটি শর্ত পূরণ না হলে নির্বাচনের প্রতিশ্রুতি বা সময়সূচি ঠিক থাকবে কি না, তা একমাত্র আল্লাহ জানেন।”

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন