সর্বশেষ

আইন-আদালত

রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে মেঘনা আলম গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মেঘনা আলমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শুনানিতে অংশ নিয়ে গ্রেফতারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে, ১০ এপ্রিল রাতে মেঘনা আলমকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমিকর কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ওইদিন রাত ১০টা ৩০ মিনিটে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে আদালত বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় তাকে ৩০ দিনের জন্য কারাগারে আটক রাখার নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

মেঘনার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুন্দরী নারীদের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য ও সুবিধা আদায়ের চেষ্টায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে।

এর আগে, ৯ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক লাইভে থাকা অবস্থায় পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার বাসায় ঢুকে পড়েন বলে অভিযোগ করেন মেঘনা। লাইভটি প্রায় ১২ মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে সেটি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন