সর্বশেষ

প্রযুক্তি

বাংলা ভাষার জন্য ডট বাংলা ডোমেইন, প্রযুক্তিগত কর্মশালা ও বিশেষ সম্মেলন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বহুভাষিক ইন্টারনেট ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স দিবস-২০২৫ পালন করেছে।

এই উদ্যোগে বিটিআরসি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) সহযোগিতায়, আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরস (আইকান)-এর সহযোগিতায় একটি প্রযুক্তিগত কর্মশালা ও বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গবেষক, প্রযুক্তিবিদ, টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো: এমদাদ উল বারী 'বিটিআরসি ডট বাংলা' ডোমেইনে বিটিআরসির নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন।

বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স দিবসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন। বিআইজিএফ-এর মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনুরোধ জানান যে বিটিআরসি যেন ডট বাংলা ডোমেইনকে জনপ্রিয় করতে সহযোগিতা করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ মূল প্রবন্ধে উল্লেখ করেন, ইন্টারনেটের ৪৯.২% কনটেন্ট ইংরেজিতে, যদিও ইংরেজি ভাষাভাষী জনসংখ্যা শুধুমাত্র ১৬%। ফলে বিশ্বের বিভিন্ন দেশের বহু ভাষাভাষী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষায় ইন্টারনেট কনটেন্টের এক্সেস করতে পারছে না।

বক্তারা ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার ও ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্সের প্রেক্ষাপট, অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বর্তমান সময়ের দাবি হলো বাংলা ভাষার জন্য ইন্টারনেট-কেন্দ্রিক কনটেন্ট, ইন্টারফেস ও বিভিন্ন ভাষায় ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা প্রদান করা।

ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্সের কারিগরি দিক নিয়ে বিটিআরসির উপপরিচালক ড. শামসুজ্জোহা উল্লেখ করেন যে ২০২৬ সালে নতুন টপ লেভেল ডোমেইন বরাদ্দ শুরু হবে, এবং এতে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের মাধ্যমে আগ্রহী উদ্যোক্তাদের সুযোগ কাজে লাগাতে হবে।

আইকান এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সমীরণ গুপ্ত বলেন, ইংরেজি ভাষাভাষী না হওয়ার কারণে সকলের জন্য বহুভাষিক ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তিনি এ বিষয়ে আইকান-এর সহায়তার অঙ্গিকার করেন।

আইকান বোর্ডের পরিচালক সাজিদ রহমান বলেন, ভাষার কারণে ইন্টারনেট ব্যবহারে বিভাজন সৃষ্টি হচ্ছে। তিনি বিটিআরসি’র উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন যা ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্সের ইকোসিস্টেম তৈরির জন্য সহায়ক হবে।

ইন্টারনেটের বহুভাষিক ব্যবহারের প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে বিটিসিএল ও আম্বার আইটির প্রতিনিধিরা জানান যে ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্সের সফল বাস্তবায়নে ধারাবাহিকভাবে সফটওয়্যার ও কারিগরি উন্নয়ন করতে হবে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো: এমদাদ উল বারী উদ্বোধনী ভাষণে বলেন, মাতৃভাষার প্রয়োগ ছাড়া যোগাযোগের সফলতা সম্ভব নয়। তিনি ডিজিটাল ডিভাইড কমিয়ে আনার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

কারিগরি সেশনে ভাষার সার্বজনীন ব্যবহার, আন্তর্জাতিক ডোমেইন নাম এবং ইমেইল অ্যাড্রেস আন্তর্জাতিকীকরণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন আইকানের এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকনিক্যাল এনগেজমেন্ট ম্যানেজার চাম্পিকা উইজয়তুনগা।

এছাড়া, বিটিআরসির অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের প্রতিনিধিরা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন