সর্বশেষ

শিক্ষা

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানকে অপসারণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে বুধবার (১৬ এপ্রিল) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইনস্টিটিউটের বর্তমান উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আয়ন-ব্যয়নসহ সকল প্রশাসনিক ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করবেন।

উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

এর আগের দিন, বুধবার দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে রাজপথে নামে। ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।

দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা বুধবারই ঘোষণা দেয় যে, বৃহস্পতিবার (আজ) সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন।

এ আন্দোলনের পেছনে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক জটিলতা, যার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁরা রাজপথে নেমেছেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন