সর্বশেষ

খেলা

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান।

প্রথম লেগে জার্মানির মাটিতে ২-১ গোলের জয় এবং দ্বিতীয় লেগে সান সিরোতে ২-২ গোলের ড্র—এই ফলাফলই শেষ চারের টিকিট নিশ্চিত করে ইনগাঘির শিষ্যদের।

প্রথমার্ধে গোলশূন্য সমতা দিয়ে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা ছড়াতে থাকে। ৫২ মিনিটে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন গোল করে বায়ার্নকে ফিরিয়ে আনেন সমতায়। দুই লেগে তখন ২-২।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইন্টারকে। ৬১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেজের পাস থেকে বেঞ্জামিন পাভার্ড নিজেদের জালেই বল জড়ান, যা ইন্টারকে আবারও এগিয়ে দেয় ৩-২ ব্যবধানে।

৭৬ মিনিটে এরিক ডায়ারের গোলে আবারও সমতা ফেরায় বায়ার্ন, কিন্তু প্রয়োজনীয় জয় আর এনে দিতে পারেনি। ইন্টার মিলান শেষ পর্যন্ত ৪-৩ গোলের সমষ্টিগত ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায়।

সামগ্রিকভাবে দারুণ রক্ষণ ও কার্যকর আক্রমণের সমন্বয়েই ইউরোপের অন্যতম শক্তিশালী দল বায়ার্নকে ছিটকে দিয়ে শেষ চারের মঞ্চে উঠে যায় সিরি আ’র শীর্ষে থাকা দলটি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন