বৈশাখের বৃষ্টিতে স্বস্তি, আরও দুই দিন বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমে, এরপর বিকেল তিনটা থেকে শুরু হয় বৃষ্টি, যা রাত আটটা পর্যন্ত চলে।
এই বৃষ্টিতে বৈশাখের দাবদাহ কিছুটা কমে আসায় নগরবাসীর মাঝে স্বস্তির দেখা মেলে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীতে তিন ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৬০ মিলিমিটার।
ঢাকার বাইরে কুষ্টিয়ার কুমারখালীতে ২৫, শ্রীমঙ্গলে ২২, সাতক্ষীরায় ১৭ এবং কুমিল্লায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে, এর মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজকের বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে দেশজুড়ে বৃষ্টি হবে—এমন নয়। শুক্রবারও দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
গতকাল সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে ঢাকায় বৃষ্টি শুরুর আগে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর তা কিছুটা কমে আসে।
তীব্র গরমের পর এই স্বস্তিদায়ক বৃষ্টি নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত ছিল। যদিও বিকেলের দিকে হওয়ায় অফিসফেরত অনেক মানুষ ভোগান্তিতে পড়েন, কারণ অনেকেই ছাতা ছাড়াই বের হয়েছিলেন।
বৈশাখে এমন আকস্মিক ঝড়-বৃষ্টিই স্বাভাবিক—হঠাৎ প্রচণ্ড গরম, ঘন মেঘ আর ভারী বর্ষণ। তবে এই অস্থায়ী পরিবর্তনে কিছুটা হলেও স্বস্তি মিলছে সাধারণ মানুষের মধ্যে।
১৩১ বার পড়া হয়েছে