সর্বশেষ

শিক্ষা

বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার আহ্বান ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে বৈঠকে বসতে রাজি হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ফলে আপাতত সারাদেশে ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠন 'কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ'।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী এ সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, বৈঠকে ছয় দফা দাবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মাসফিক ইসলাম ভিডিও বার্তায় বলেন, “এই বৈঠক থেকেই আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। তাই বৈঠক চলাকালীন সব ধরনের কর্মসূচি স্থগিত থাকবে।”

আন্দোলনের আরেক প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের আন্দোলনকে কেউ কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। আমরা কোনো তৃতীয় পক্ষ বা কুচক্রী মহলের হাতিয়ার হতে চাই না। সরকারবিরোধী অবস্থান নয়, বরং সরকারের সহযোগিতায় আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, এর আগে বুধবার সকাল ১০টায় সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালীন কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হন বলে জানা যায়। এতে দেশের বিভিন্ন মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হলেও, গভীর রাতে ভিডিও বার্তার মাধ্যমে তা স্থগিত করা হয়।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন