৬ দফা দাবিতে পাবনা পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ‘কারিগরি ছাত্র আন্দোলন’, পাবনা জেলা শাখার ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা—জয় রহমান, সুমাইয়া খাতুন, আরিফ বিল্লাহ, সাকিব মাহমুদসহ আরও অনেকে। তারা জানান, কারিগরি শিক্ষার মান উন্নয়নে এবং ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
বক্তারা বলেন, “জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। একইসাথে, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ বাধ্যতামূলক করতে হবে।”
সংগঠনের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে টেকনিক্যাল ডিগ্রিধারী জনবল নিয়োগ নিশ্চিত করা
বিভাগীয় শহরগুলোতে নতুন প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বেসরকারি খাতে ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
১২০ বার পড়া হয়েছে