সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ, মূল্য প্রায় ৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার লাবসা মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের একটি চৌকস দল ভোরে লাবসা মোড়ে অবস্থান নেয়। ভারত থেকে চোরাচালানি পথে আসা এসব পণ্য ট্রাকযোগে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল বলে তথ্য ছিল বিজিবির হাতে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারীরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত ট্রাকের নম্বর সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরবর্তীতে ট্রাকটি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে উন্নতমানের ভারতীয় শাড়ি, থানকাপড়, জিপসাম ও সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল দেশে পাচার করেছিল। ঢাকায় পাচারের পথে ট্রাকটি জব্দ করা হয়।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন