সুন্দরবন সীমান্তে বিএসএফের হামলা ও নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৩:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি জেলেদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বিএসএফ সদস্যরা তিনটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কোনো জেলেকে আটক করতে পারেনি তারা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায়।
জানা গেছে, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে ১২ জন জেলে তিনটি নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন। তারা উলোখালীর চর এলাকায় পাটা জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা দু’টি স্পিডবোটে করে এসে জেলেদের মারধর করে এবং তাদের ব্যবহৃত তিনটি নৌকা নিয়ে যায়।
আহত জেলেদের মধ্যে রয়েছেন টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহাজান আলী, শাহাদাৎ হোসেন, মো. শাহাজান, আতাউর রহমান, মো. আব্দুল; মানিকপুর গ্রামের কেরামত এবং কৈখালী এলাকার নুর মোহাম্মদ।
ভুক্তভোগী শাহাদাৎ হোসেন বলেন, “আমরা বাংলাদেশের সীমান্তের মধ্যে মাছ ধরছিলাম। হঠাৎ বিএসএফ এসে আমাদের মারধর শুরু করে। নৌকাগুলো নিয়ে চলে যায় তারা। জীবন বাঁচাতে আমরা নদীর পাড় ফেলে বনের ভেতর দিয়ে হেঁটে ফিরে এসেছি।”
স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের হামলায় অন্তত আটজন জেলে আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন তার এলাকার বাসিন্দা। নৌকা হারিয়ে তারা বনের ভেতর দিয়ে হেঁটে এলাকায় ফিরেছেন।
তবে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, “আমাদের প্রাথমিক তথ্যমতে, জেলেরা ভারতের সীমানায় ঢুকে পড়েছিল। এ কারণে বিএসএফ তাদের তিনটি নৌকা আটকেছে। হামলা বা গুলির কোনো ঘটনা ঘটেনি।”
এদিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি সীমানায় প্রবেশ করে নৌকা নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন।
এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
১১৮ বার পড়া হয়েছে