সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে কেমিক্যাল মেশানো আম জব্দ

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত গোয়েন্দা পুলিশের অভিযানে কেমিক্যাল মেশানো পাঁচ মন অপরিপক্ক আম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় যমুনা লাইন পরিবহনের একটি কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পিন্টু পদ পালের নেতৃত্বে আভিযানিক দলটি আমবাহী পরিবহনে অভিযান চালিয়ে এসব কেমিক্যাল মেশানো আম জব্দ করে। জানা যায়, জব্দকৃত আমগুলো ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যমুনা লাইন পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার আশিকুর রহমান শিমুলকে অপরিপক্ক আম পরিবহনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত কেমিক্যালযুক্ত আমগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) প্রণয় কুমার বিশ্বাস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৩ বার পড়া হয়েছে