সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় পৌরসভার ৭টি সড়ক সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা পৌরসভার বহুল প্রতীক্ষিত ৭টি সড়কের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সিআরএম প্রকল্পের আওতায় এবং জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান কেএফডব্লিউ-এর অর্থায়নে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই সড়কগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

রবিবার (তারিখ উল্লেখ করুন) সকালে পৌরসভার প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, “দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কগুলোর সংস্কার। আজ এই কাজ শুরু হওয়ায় পৌরবাসীর এক বড় প্রত্যাশা পূরণ হলো।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ প্রকল্পের কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান ও সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক ছাত্রদল নেতা দুদায়েত মাসুদ অর্ঘ্য, মীর্জা রনি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংস্কারকৃত সড়কগুলোর মধ্যে রয়েছে:

পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে হাটখোলা পর্যন্ত,
আলীয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে মদিনা মসজিদ পর্যন্ত,
পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ সড়ক।
পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং যাতায়াতের সুবিধার্থে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন