সর্বশেষ

সারাদেশ

পাবনায় সার উৎপাদনে বালু মেশানোর অভিযোগে জরিমানা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় সার উৎপাদনে বালু মিশিয়ে ভেজাল সার প্রস্তুতের অভিযোগে ‘এক্সপার্ট এগ্রি কেয়ার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাবের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বিসিক শিল্প এলাকায় বেশ কয়েকটি কারখানায় রাসায়নিক সার তৈরির বদলে বালু ও অন্যান্য ভেজাল উপাদান ব্যবহার করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে পূর্বেও অভিযান চালানো হয়েছিল। তখন প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া গেলেও সেখান থেকে কিছু স্যাম্পল সংগ্রহ করা হয়, যেখানে সার ও বালাইনাশকে বালু মেশানোর প্রমাণ মেলে।

তদন্তে দেখা যায়, সার উৎপাদনে প্রয়োজনীয় দানাদার রাসায়নিক ‘স্যাকচার্লিস’ ব্যবহারের কথা থাকলেও খরচ কমাতে নির্মাণ কাজে ব্যবহৃত বালু মেশানো হচ্ছিল। এছাড়াও, অল্প পরিমাণ সার ও কীটনাশকে অনুপাতের অতিরিক্ত বালু মিশিয়ে ওজন বাড়িয়ে প্রতারণা করা হচ্ছিল।

অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মচারী পালিয়ে গেলেও, বিসিক কর্তৃপক্ষের সহায়তায় প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পাওয়া যায়। তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার মুচলেকা দেন। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন