সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: বিচারের দাবি পরিবারের 

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের কাছে একটি ভূট্টা ক্ষেত থেকে ৭ বছরের শিশু শিক্ষার্থী জুঁই খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুড়ে যাওয়া মুখ এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় জুঁইয়ের মরদেহ, জানায় পুলিশ।

নিহত শিশুটির ডেথ সার্টিফিকেট অনুযায়ী জানা যায়, জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটি সোমবার বিকেলে দাদার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার সন্ধান পাচ্ছিল না পরিবার। মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃত অবস্থায় জুঁইয়ের লাশ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে এবং পরে তার মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে।

জুঁইয়ের মা মমিনা খাতুন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, "আমার মেয়ের হত্যাকারীর বিচারের দাবি করছি।" অপরদিকে, নিহতের দাদি জহুরা খাতুন বলেন, "কী নৃশংসতার সঙ্গে আমার নাতনীর হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানায়, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ঘটনার প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এলাকাবাসীর মধ্যে, এবং তাঁরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন