সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: আমরা একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই।”

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী অপরাহ্নে বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফখরুল।

বৈঠক শেষে মির্জা ফখরুল মন্তব্য করেন, প্রধান উপদেষ্টা কোনও নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেননি, তবে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা উল্লেখ করেছেন। বিএনপি এই বিষয়টিকে সন্তোষজনক মনে করেনি এবং জানিয়েছে যে, "ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরো অবনতি ঘটবে।"

মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি, যেখানে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ছিল প্রধান বিষয়।” তিনি উল্লেখ করেন যে, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনার সম্ভাবনা তৈরি করছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এর সমাধান করা সম্ভব।

তিনি আরও জানান, “সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। আমাদের সম্প্রতি দেওয়া মতামত এবং আগামীকাল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আছে।” মির্জা ফখরুল বলেন যে, “যেসব বিষয়ে সব দলের মধ্যে ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারের অধীনে নির্বাচনের পথে এগিয়ে যেতে রাজি আছি। বাকি সংস্কারগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক দল।”

বৈঠকের পর বিএনপির প্রেস উইং জানিয়েছে যে, নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট কিছু উল্লেখ করেননি। তিনি নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, তবে নিশ্চিতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তা জানাননি। বিএনপি তাদের দাবিতে জোর দিয়ে বলেছে যে, ডিসেম্বরে নির্বাচন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, অন্যথায় দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন