সর্বশেষ

জাতীয়

এলডিসি উত্তরণ: সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সকলকে পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এলডিসি থেকে উত্তরণের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে এবং এ বিষয়ে আর কোনো ধীরগতি সহ্য করা হবে না।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এলডিসি উত্তরণের পর যেন কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কীভাবে এই উত্তরণকে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়, তা নিশ্চিত করতে হবে।”

এ লক্ষ্যে বিষয়টি সার্বক্ষণিক মনিটরের জন্য একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশও দিয়েছেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি প্রধান উৎপাদন কেন্দ্রে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এলডিসি উত্তরণের পর এই লক্ষ্য অর্জনে আরও গতি আসবে।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পোশাকসহ রপ্তানি খাতের কোথাও যেন কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

তিনি আরও জানান, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে শ্রমখাতে বৈশ্বিক মান বজায় রাখতে সহায়ক পরিবেশ তৈরি হবে, যা বিদেশি ক্রেতাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন