সর্বশেষ

জাতীয়

মরদেহ পোড়ানো : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির তিন পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই-আগস্ট মাসে চলমান ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনজন সাবেক পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার, ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে যাদের ট্রাইব্যুনালে তোলা হয়, তারা হলেন—

মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মো. শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল), এবং মো. আরাফাত হোসেন, সাবেক ডিবি পরিদর্শক।

 

এর আগে, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

সেদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন অংশ নেন। উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদসহ আরও অনেকে।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর, সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, তখনও নিহতদের একজন জীবিত ছিলেন—যাকে জীবন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন