সর্বশেষ

শিক্ষা

হল খুলে দেয়ার দাবিতে কুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচির সম্ভাবনা

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনিক ভবনের সামনে গত রোববার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা সোমবার রাতও সড়কে মাদুর বিছিয়ে কাটান। মশার কামড়সহ নানা দুর্ভোগ সত্ত্বেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন।

এদিকে, আন্দোলনের কেন্দ্রে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত। কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এখনও তাদের নাম-পরিচয় কিংবা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি প্রশাসন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েট প্রশাসন আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয় এবং বহিষ্কারের পাশাপাশি পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়। এছাড়া, সভায় সিদ্ধান্ত হয় আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে এবং আবাসিক হলগুলো খুলবে ২ মে।

তবে শিক্ষার্থীরা বলছেন, এত বিলম্বে হল খোলার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন হল বন্ধ থাকায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং অনেকে টিউশনিও হারানোর ঝুঁকিতে পড়েছেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও এলাকাবাসীর সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন