নোয়াখালী বেগমগঞ্জে নাগরদোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড: স্বামী আটক

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে এক মেলায় নাগরদোলার উপর চড়ে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (১৯) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. শাকিবের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাগরদোলার চলাকালে শাকিব স্ত্রী লাকীর গলায় ছুরি মেরে পালিয়ে যায়।
লাকীকে দ্রুত ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকী ও শাকিবের বিয়ে হয় এবং তারা সম্প্রতি একসাথে বসবাস শুরু করেন। শেফালী বলেন, "পূর্বে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং শাকিব মারধর করে লাকীর ফোন ভেঙে ফেলেছিল।"
এদিকে, হত্যাকাণ্ডের সময় লাকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শেফালী হত্যার জন্য শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা নির্মম এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন।
১৩৩ বার পড়া হয়েছে