সর্বশেষ

সারাদেশ

আনুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া।

মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

এদিন ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী প্রায় ৮০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে। রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

জিওসি মেজর জেনারেল ইমদাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রয়েছে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সেই অঙ্গীকারই বাস্তবায়ন করছি।” তিনি আরও জানান, আনুলিয়ার ভাঙনকবলিত এলাকাগুলোতে বেড়িবাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় সেনাবাহিনী বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পানিউন্নয়ন বোর্ড যদি নিয়ম মেনে সেনাবাহিনীর সহযোগিতা চায়, তাহলে অবশ্যই আমরা পাশে থাকবো। সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে থাকতে প্রস্তুত।”

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন