সর্বশেষ

আন্তর্জাতিক

দারফুরে আরএসএফ-এর হামলায় ৪০০’র বেশি নিহত: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সাম্প্রতিক সহিংস হামলায় ৪০০’র বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গত সপ্তাহে দারফুরের শেষ বড় শহর আল-ফাশের নিয়ন্ত্রণে নিতে আরএসএফ পাশ্ববর্তী শরণার্থী শিবিরগুলোতে স্থল ও বিমান হামলা শুরু করে। জাতিসংঘ নিশ্চিত করেছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত ১৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে রোববারের সহিংসতার তথ্য এখনো যাচাই করা হয়নি।

নিহতদের মধ্যে অন্তত ৯ জন ছিলেন মানবিক সহায়তাকর্মী। আল-ফাশের ঘিরে থাকা জমজম ও আবু শুক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৭ লাখ মানুষ, যাদের অধিকাংশই দুর্ভিক্ষের মুখোমুখি।

আরএসএফ দাবি করেছে, তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালায়নি। বরং সেনাবাহিনী শিবিরগুলোকে সামরিক ব্যারাকে পরিণত করেছিল এবং সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল বলেও অভিযোগ করেছে তারা। একইসঙ্গে জমজমে হত্যাকাণ্ডের চিত্রকে "মঞ্চস্থ নাটক" বলে অভিহিত করেছে এই গোষ্ঠীটি।

এ সংঘাত ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হয় এবং বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। মঙ্গলবার এই সংঘাত তৃতীয় বছরে পা রেখেছে।

সংঘাত বন্ধে নতুন করে অঙ্গীকার গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক। এরই মধ্যে যুক্তরাজ্য সুদানের জন্য ১২ কোটি পাউন্ড মূল্যের খাদ্য ও ত্রাণ সহায়তা ঘোষণা করেছে।

লন্ডনে আসন্ন এক সম্মেলনে সুদান সংকট নিয়ে আলোচনা হবে, যেখানে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্য যৌথভাবে আয়োজক হিসেবে থাকবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন