শিক্ষা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুয়েট শিক্ষার্থীদের ৩৭ জন সাময়িক বহিষ্কার, ২ মে খুলছে হল

খুলনা প্রতিনিধি
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কুয়েটের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আগামী ২ মে খুলে দেওয়ার এবং ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্তও গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনাগুলোর প্রেক্ষিতে আগের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনটি সিলগালা অবস্থায় সোমবারের সভায় উপস্থাপন করা হয় এবং সিন্ডিকেট সেটি গ্রহণ করে।
প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর