বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, আজ থেকে কার্যকর

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সমুদ্রগামী মাছের প্রজনন নিরাপদ রাখতে প্রতি বছর দেওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত।
সোমবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে এ বছরের নিষেধাজ্ঞা, যা বলবৎ থাকবে ১১ জুন পর্যন্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন এ সময়সূচি ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। এতদিন ভারতীয় জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা থাকত ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন), আর বাংলাদেশে তা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত (৬৫ দিন)। ফলে প্রায় ৩৯ দিন বাংলাদেশের জলসীমা ছিল মাছ ধরার জন্য নিষিদ্ধ, কিন্তু ভারতীয় জেলেরা সেই সময়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরতেন। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তেন বাংলাদেশের উপকূলীয় এলাকার লক্ষাধিক জেলে পরিবার।
সরকারের নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলেরা দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার সময় পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিলেন। তারা বলছেন, অসম সময়ের কারণে সাগরে মাছশূন্য অবস্থা দেখা দিচ্ছিল, আর এতে তাদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
উপকূলীয় অঞ্চলে মানববন্ধন, নৌ অবরোধসহ নানা কর্মসূচির পর অবশেষে সরকার সময়সীমা পুনর্বিন্যাস করায় স্বস্তি ফিরে এসেছে জেলেদের মধ্যে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও ওয়ার্ল্ডফিশের সাবেক গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, "আমরা দীর্ঘদিন ধরেই সমন্বিত নিষেধাজ্ঞার দাবি করে আসছিলাম। এই পদক্ষেপ দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত।"
বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হলে মাছের প্রজনন নিরাপদ থাকবে এবং জলসীমা লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা দেশের মৎস্য সম্পদ ও জেলেদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
১০৬ বার পড়া হয়েছে