নববর্ষে ভিন্ন রঙে নারী ফুটবল দল, অসাম্প্রদায়িক বাংলাদেশের অঙ্গীকার

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে ব্যতিক্রমী রূপে দেখা গেল জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের। পহেলা বৈশাখের সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন তারা।
উচ্ছ্বসিত পরিবেশে অংশগ্রহণ করে ফুটবলাররা জানান দেন—পুরোনো বছরের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
জাতীয় নারী দলের খেলোয়াড় আফঈদা, মুনকি, রিপাসহ একাধিক সদস্য র্যালিতে অংশ নেন এবং শোভাযাত্রার আনন্দে মাতেন। দলের সদস্যদের মধ্যে খুনসুটি, হাসি-আনন্দ আর রঙিন পোশাকে সজ্জিত উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে নববর্ষের উৎসবে।
শোভাযাত্রায় অংশ নিয়ে তারা এক কণ্ঠে ঘোষণা দেন—সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি অসাম্প্রদায়িক, সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন।
নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ নিজের প্রিয় খেলোয়াড়দের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই রিপা-আফঈদা-মুনকিদের সঙ্গে ছবি তুলে স্মরণীয় করে রাখেন বছরের প্রথম দিনটি।
১০৬ বার পড়া হয়েছে