নববর্ষে চাটমোহরে ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করলেন পাবনার চাটমোহর পৌর বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে নেতাকর্মীরা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা ভাত খাইয়ে দেন।
সকালে চাটমোহর বালুচর খেলার মাঠের পাশে প্রাচীন বটগাছের নিচে এই আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল সহ অন্যান্য নেতাকর্মীরা।
উদ্বোধনের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—উপজেলা পরিষদ চত্বরসহ পৌরসদরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের হাতে তুলে দেন পান্তা ভাত। সঙ্গে ছিল আলু ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ—একদম গ্রামবাংলার চিরচেনা স্বাদ।
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল বলেন,
"বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নানা আয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষই পান্তা খাওয়ার সুযোগ পান না। আমরা চেয়েছি তাদের সাথে সেই ঐতিহ্য ভাগাভাগি করতে—যেমনটা তারা বরাবর খেয়ে আসছেন, একদম আপন পরিপাটিতে।"
পৌর সভাপতি আসাদুজ্জামান আরশেদ জানান,
"নববর্ষ ও পান্তা যেন একে অপরের পরিপূরক। তাই শুধু নিজেরা আয়োজন করে খাওয়ার চেয়ে সাধারণ মানুষকে সাথে নিয়েই এই উৎসবটিকে ছড়িয়ে দিতে চেয়েছি।"
এই আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয় নাগরিকরাও। দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন বলেন,
"এ রকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। অনেকেই ব্যস্ততায় নববর্ষে পান্তা খেতে পারেন না। এমন আয়োজন তাদের মধ্যে উৎসবের আনন্দ পৌঁছে দিতে সাহায্য করবে।"
নববর্ষের আনন্দে ভরপুর এই আয়োজন যেন বাংলার ঐতিহ্য ও মানুষের আন্তরিকতার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে।
১০৪ বার পড়া হয়েছে