পান্তা ইলিশের চাহিদা থাকলেও ইলিশ নাগালের বাইরে

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদার কারণে রাজধানীর বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও এখন কিছুটা কমেছে।
তবে এখনো দাম এতটাই বেশি যে সাধারণ ও নিম্নআয়ের মানুষের পক্ষে ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।
রাজধানীর রামপুরা, মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ও তার চেয়ে বড় ইলিশের কেজি এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। একদিন আগে এই দাম ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা। মাঝারি সাইজের ইলিশ (৬০০–৮০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়, আর ছোট ইলিশ (৩০০–৫০০ গ্রাম) পাওয়া যাচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ইলিশের দাম কিছুটা কমলেও বাজারে সরবরাহ এখনো কম, তাই খুব শিগগির দাম আরও কমবে না। এর মধ্যে আবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে, যার ফলে বাজারে তাজা মাছের সরবরাহ আরও কমে যেতে পারে।
ক্রেতারা অবশ্য দাম কমার পরও অসন্তোষ প্রকাশ করছেন। রামপুরা বাজারে আসা মো. মনিরুজ্জামান বলেন, “ইলিশের দাম এখনও দুই হাজার টাকার নিচে নয়, তাই কিনতে পারলাম না।” অন্যদিকে, শান্তিনগরের মো. সাইফুল ইসলাম বলেন, “গতকাল যে ইলিশ ৩ হাজার ৩০০ টাকায় কিনেছি, আজ তা ২ হাজার ৬০০ টাকা। দাম কিছুটা কমলেও এখনো তা বেশি।”
পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও দামের কারণে অনেকেই শেষ পর্যন্ত মাছ না কিনেই বাড়ি ফিরছেন।
১২৫ বার পড়া হয়েছে