বাঙালির প্রাণের উৎসব আজ, স্বাগত ১৪৩২

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ সোমবার, ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে রমনার বটমূলে ৫৮তম বারের মতো বর্ষবরণের প্রভাতি অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ানট।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। সকাল ৬টা ১৫ মিনিটে রাগ ভৈরবীতে রাগালাপের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এছাড়া ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ‘সুরের ধারা’ আয়োজন করেছে সহস্রকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সকাল ৯টায় বের হয়, যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা।
এবার বর্ষবরণ উৎসবের আরেকটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের আয়োজন পেয়েছে বিশেষ মাত্রা।
সারাদেশজুড়েই রয়েছে বৈশাখী উৎসবের নানা আয়োজন। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লোক ও কারুশিল্প মেলা, কেন্দ্রীয় শহীদ মিনারে গণসঙ্গীত অনুষ্ঠান এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড শো অনুষ্ঠিত হচ্ছে।
সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে বর্ণাঢ্য ড্রোন শো। রাজধানীর পাশাপাশি সারা দেশ ও বিদেশের প্রবাসী বাঙালিরাও বর্ষবরণে নানা আয়োজন করেছেন। প্রযুক্তির বদৌলতে দেশ-বিদেশের উৎসবের সঙ্গে যুক্ত হচ্ছে দেশবাসীও।
১১২ বার পড়া হয়েছে