ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে বর্ষবরণের সমাপ্তি

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রবির আলোর সঙ্গে সঙ্গে প্রাণ জেগে উঠেছিল রমনার বটমূল। ভোর ৬টা ১৫ মিনিটে ভৈরবী রাগে রাগালাপ দিয়ে শুরু হয়েছিল ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান।
আর সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় সংগীতের সুরে কণ্ঠ মিলিয়ে শেষ হয় এ বছরের আয়োজন।
প্রতিবারের মতো এবারও ছায়ানটের এই আয়োজন বাঙালির প্রাণের উৎসবে রূপ নেয়। সূর্যোদয়ের মুহূর্তে কণ্ঠ ও যন্ত্রের সুরে প্রায় দেড় শতাধিক শিল্পী মিলিত হয়ে ১৪৩২ বঙ্গাব্দকে জানায় সুরময় অভ্যর্থনা। ছিল ২৪টি পরিবেশনা—যার মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান এবং তিনটি আবৃত্তি পরিবেশিত হয়। ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী নববর্ষের কথন পাঠ করে অনুষ্ঠানকে আরও মর্মস্পর্শী করে তোলেন।
সকাল ৭টার দিকে রমনার পথে পথে নেমে আসে মানুষের ঢল। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাকে ছুটে আসেন বটমূলের এই সাংস্কৃতিক মিলনমেলায়। রমনার এই বৈশাখী আয়োজনে যেন জেগে ওঠে হাজার বছরের বাঙালি ঐতিহ্য, উদ্ভাসিত হয় এক অদম্য সাংস্কৃতিক চেতনা।
১৯৬৭ সাল থেকে ছায়ানট যে আলো জ্বেলে রেখেছে, তা আজও একই উজ্জ্বলতায় দীপ্ত। এবছরও সেই ধারাবাহিকতায়, বটমূলে সংগীত আর কবিতার মূর্ছনায় বরণ করা হলো নতুন বছরকে—১৪৩২ বঙ্গাব্দ।
১০৫ বার পড়া হয়েছে