বান্দরবানে রঙিন উৎসব ‘সাংগ্রাইং’, রাজার মাঠে লোকজ ক্রীড়া

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরোনো বছরকে বিদায় জানিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উৎসবের আমেজ বইছে।
পাহাড়ি মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষ ‘সাংগ্রাইং’ উপলক্ষে জেলার ঐতিহাসিক ‘রাজার মাঠে’ অনুষ্ঠিত হয়েছে লোকজ ক্রীড়া উৎসব।
প্রতিবছরের মতো এবারও বান্দরবান রাজবাড়ির সামনে অবস্থিত রাজার মাঠে নানা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশ নেন সব বয়সী পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ।
লোকজ ক্রীড়া আয়োজনে ছিল দাঁড়িয়াবান্ধা, বস্তাদৌড়, নারীদের দড়িটানা, শিশুদের ইচিং-বিচিং, মোরগ লড়াই ও চোখ বেঁধে মোরগ ধরা—এসব জনপ্রিয় খেলা। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
পার্বত্য এলাকার দূর-দূরান্ত থেকে আগত মানুষজন এই উৎসবে অংশ নিতে এবং খেলাগুলো উপভোগ করতে ভিড় জমান রাজার মাঠে। উৎসব ঘিরে পাহাড়জুড়ে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।
সাংগ্রাইং উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়, এটি পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এক জীবন্ত প্রতিফলন।
১৩৬ বার পড়া হয়েছে