জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ আর নেই

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার, ৬ এপ্রিল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিম।
জানা গেছে, গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। খবর পাওয়ার পরপরই দেশের বাইরে থেকে ফিরেন জ্যাকলিন এবং মায়ের পাশে থাকেন টানা। এই সময় তিনি সব কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন। এমনকি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনাও বাতিল করেন।
জ্যাকলিনের মা কিম ফার্নান্দেজ ছিলেন মালয়েশিয়ান ও কানাডিয়ান বংশোদ্ভূত। বাবার নাম এলরয় ফার্নান্দেজ, তিনি শ্রীলঙ্কার নাগরিক। ১৯৮০ সালে বাহরাইনে এক ফ্লাইটে পরিচয় হয় কিম ও এলরয়ের। তখন কিম একজন বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন।
২০২২ সালেও কিম হৃদরোগে আক্রান্ত হন এবং তখন বাহরাইনে চিকিৎসা নেন। এবার ভারতে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কিমকে দেখতে আসেন বলিউড সুপারস্টার সালমান খানও।
মাকে হারিয়ে শোকস্তব্ধ জ্যাকলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি। ভক্তরাও প্রিয় তারকার এই ক্ষতির খবরে শোক প্রকাশ করছেন।
১১৯ বার পড়া হয়েছে