প্রেমের জোয়ারে ভাসছেন আমির, নতুন প্রেমিকা গৌরী

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেতা আমির খান এখন জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গে সম্পর্কের পর্ব শেষ করে বর্তমানে প্রেম করছেন পুরনো বন্ধু গৌরীর সঙ্গে।
সম্প্রতি চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল এই নতুন জুটিকে।
গত শনিবার ওই অনুষ্ঠানে অংশ নেন আমির খান। তার এক ভক্ত সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন এক্স-এ (পূর্বতন টুইটার)। ভিডিওতে দেখা যায়, কালো শাল জড়ানো আমির এবং শাড়ি পরিহিতা গৌরী পাশাপাশি হাঁটছেন। পরে আমির নিজে গৌরীর হাত ধরে তাঁকে দাঁড় করান এবং হাসিমুখে চীনের অভিনেতা শেং টেং ও মা লি-র সঙ্গে ছবি তোলেন দুজনে।
জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এক সন্তানের মা। আমিরের সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রায় ২৫ বছরের পুরনো। যদিও মাঝখানে কয়েক বছর যোগাযোগ বন্ধ ছিল। কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গৌরীর সঙ্গে আবার যোগাযোগ শুরু হয় আমিরের। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
এই সম্পর্কের কথা প্রথমদিকে গোপন রাখা হলেও, গত মাসে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে বন্ধুদের সামনে আনেন আমির খান। কেক কাটার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সকলের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন তিনি।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এখন যেন নতুন জীবনের ছন্দে। প্রেমে মশগুল আমির ও গৌরীর জুটিকে ঘিরে এখন চর্চার শেষ নেই।
১৪৫ বার পড়া হয়েছে