‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী বাতিল, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বেইলি রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘শেষের কবিতা’-র দুদিনব্যাপী প্রদর্শনী।
তবে এক চিঠিতে হুমকি পাওয়ার পর নিরাপত্তার দোহাই দিয়ে এই প্রদর্শনী বাতিল করেছে মিলনায়তন কর্তৃপক্ষ।
নাট্যদল সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন করেই তারা মঞ্চে ওঠার অপেক্ষায় ছিলেন। প্রচার, প্রকাশনা, ভাড়া ও অন্যান্য খাতে ব্যয় করে পুরো আয়োজন সাজানো হয়েছিল। কিন্তু শনিবার সকালে মিলনায়তনের কার্যালয়ে ‘তৌহিদি জনতা’ নামের একটি চিঠি পৌঁছায়, যেখানে নাটক প্রদর্শিত হলে মিলনায়তনে ভাঙচুরের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে মহিলা সমিতির নির্বাহী কর্মকর্তা সৈয়দা শারমিন আরা জানান, “আমরা সকালে অফিসে এসে ওই চিঠি হাতে পাই। মহিলা সমিতিতে নাটক ছাড়াও স্কুল, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকি না নিয়ে প্রদর্শনী বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”
নাট্যদল প্রাঙ্গণেমোরর পক্ষ থেকে নাট্যকার অনন্ত হীরা ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, “আমরা মহিলা সমিতিকে অনুরোধ করেছিলাম প্রশাসনের সহযোগিতা নিতে। কিন্তু তারা জানায়, প্রশাসন এত কিছুই তো বন্ধ করতে পারছে না। তাহলে নাটক হবে কীভাবে?”
তিনি আরও জানান, ‘শেষের কবিতা’ নাটকটি দলটির ষষ্ঠ প্রযোজনা এবং এটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এই প্রযোজনায় অংশগ্রহণকারী শিল্পীরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলেন।
হুমকির ঘটনার প্রতিবাদে নাট্যদল ও সংস্কৃতিকর্মীরা আজ রোববার (১৩ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে মহিলা সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। অনন্ত হীরা জানিয়েছেন, “আমরা নাট্যবন্ধু, সাংবাদিক ও সচেতন দর্শকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাতে চাই। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই মিলনায়তনে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’ একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত করা হয়েছিল।
১১৭ বার পড়া হয়েছে