আইন-আদালত

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আরও ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। মামলার সব আসামি পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

দুদকের আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ১০ এপ্রিল একই প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত একটি মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

দুদক জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের কাছ থেকে ৬০ কাঠা জমি বরাদ্দ নেন শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিষয়টি অনুসন্ধান শুরু করে দুদক। পরে তদন্ত শেষে মোট ছয়টি মামলা করা হয় এবং গত ১০ মার্চ দুদক এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়।

অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা হলেন শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

প্রসঙ্গত, ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন আদালত ও থানায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে তিন শতাধিক মামলা হয়েছে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন