মডেল মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশেষ ক্ষমতা আইনে মডেল ও সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমকে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) মেঘনা আলমের বাবা এই রিট দায়ের করেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল।
আইনজীবী জাহেদ ইকবাল বলেন, “আমরা মনে করি, একটি অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।”
এই রিটের শুনানি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “যদি মেঘনা আলমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে তাকে আটক করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।”
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ‘পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি’ তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন। লাইভটি ১২ মিনিটের বেশি চললেও তাকে আটক করার পরপরই সেটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। তবে ইতোমধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেঘনা আলমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি। এরপর মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।
১২২ বার পড়া হয়েছে