সর্বশেষ

জাতীয়

ডিবিপ্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরানো হয়েছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাম্প্রতিক সময়ে আলোচিত মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ’ বিজয়ী মেঘনা আলমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা বিভাগ সমালোচনার মুখে পড়ে। ৭ এপ্রিল রাজধানীর বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি। পরে ১০ এপ্রিল রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ডিবির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ১১ এপ্রিল ডিএমপির পক্ষ থেকে এক ব্যাখ্যায় জানানো হয়, মেঘনা আলম রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ফেলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাকে অপহরণ করার অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়। এছাড়া, আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলেও ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট ডিবিপ্রধানের পদটি খালি হওয়ার পর এক মাসেরও বেশি সময় সেটি শূন্য ছিল। পরে ১ সেপ্টেম্বর রেজাউল করিম মল্লিককে এ পদে নিয়োগ দেওয়া হয়।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং সিআইডি-সহ বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন