বান্দরবানে জজকোর্ট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে আইন উপদেষ্টা

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার পারিবারিক আদালতকে অন্যান্য মামলার নিষ্পত্তির কাজে ব্যবহার করার প্রাথমিক চিন্তা ভাবনা করছে।
তিনি জানান, এতে আদালতের উপর মামলা চাপ অনেক কমবে।
শনিবার (১২ এপ্রিল) বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জজকোর্ট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিশি প্রক্রিয়ায় ন্যস্ত করার পাশাপাশি অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য ব্যবহার করা গেলে আদালতের চাপ কমবে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান।
এছাড়া, ড. আসিফ নজরুল বান্দরবান স্টেডিয়ামকে সার্বক্ষণিক খেলার জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি সেখানে ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ছেলেরা খেলাধুলার মধ্যে ব্যস্ত না থাকলে বিপথে চলে যেতে পারে, তাই খেলার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ অন্যান্যরা।
১২৪ বার পড়া হয়েছে