সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়িদের উৎসব 'সাংগ্রাই'

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব 'সাংগ্রাই'।

রোববার (১৩ এপ্রিল) সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রাজার মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে যোগ দেন।

উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পাহাড়ি ১১টি সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষরা র‌্যালিতে অংশগ্রহণ করেন, যা বান্দরবানের সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য নিদর্শন।

এছাড়াও, সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক সম্প্রদায় তাদের নিজস্ব উৎসব পালন করে থাকে। যেমন, মারমা সম্প্রদায় সাংগ্রাইং, ম্রো সম্প্রদায় চাংক্রান, চাকমা সম্প্রদায় বিজু, তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বিষু এবং ত্রিপুরা সম্প্রদায় বৈসু উদযাপন করে। এই উৎসব মূলত পুরানো বছরের বিদায় ও নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠে।

বর্ণাঢ্য র‌্যালির পর, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে বয়স্ক পূজার আয়োজন করা হয়। সাংগ্রাই উৎসবের বিভিন্ন পর্বে রয়েছে সমবেত প্রার্থনা, বৌদ্ধ মন্দিরে ভান্তে (ধর্মীয় গুরুদের খাবার দান), ৩ দিনব্যাপী জলকেলি উৎসব, পিঠা তৈরি, বৌদ্ধমূর্তি স্নান, প্রদীপ প্রজ্বালন এবং ঐতিহ্যবাহী নৃত্য-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই উৎসবের মাধ্যমে একদিকে পার্বত্য এলাকার ঐতিহ্য সংরক্ষণ করা হচ্ছে, অপরদিকে স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় ও সামাজিক বন্ধন দৃঢ় হচ্ছে। বান্দরবান পার্বত্য অঞ্চলে এই উৎসব উপলক্ষে পর্যটকদের আগমন ঘটে, যা স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ১৮ এপ্রিল মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন