সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি অভিবাসী ‘মৃত’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া একটি অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত ছয় হাজারেরও বেশি জীবিত অভিবাসীকে ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

এর ফলে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর বাতিল করা হয়েছে, যা কর্মসংস্থান ও সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক নিরাপত্তা নম্বর বাতিল হওয়ায় এসব অভিবাসী আয়, ব্যাংক লেনদেন এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে বসবাস কঠিন করে তোলা এবং তাদের ‘স্বেচ্ছায়’ নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ট্রেজারি বিভাগ একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে অভিবাসীদের ট্যাক্স সংক্রান্ত তথ্য অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (ICE) সঙ্গে ভাগাভাগি করা যাবে। এই চুক্তির আওতায় অভিবাসীদের নাম ও ঠিকানা ব্যবহার করে তাদের ট্যাক্স রেকর্ড যাচাই করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় মার্কিন রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মেলানি ক্রাউসে পদত্যাগ করেছেন।

এছাড়া, ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ক্যামেরুনের নাগরিকদের দেওয়া সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিলের ঘোষণাও দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে প্রায় ১৪ হাজার ৬০০ আফগান এবং ৭ হাজার ৯০০ ক্যামেরুনিয়ান অভিবাসী এই সুবিধার আওতায় রয়েছেন। আগামী মাস থেকে আফগানদের এবং জুন মাসে ক্যামেরুনিয়ানদের টিপিএস সুবিধা বাতিল করা হবে।

টিপিএস কর্মসূচির আওতায় সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত কিংবা অস্বাভাবিক পরিস্থিতির শিকার দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পান। তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, আফগানিস্তান ও ক্যামেরুনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সুবিধা নবায়নের প্রয়োজনীয়তা নেই।

ট্রাম্প তার প্রথম মেয়াদকালেও টিপিএস সুবিধা বাতিলের চেষ্টা করেছিলেন, তবে সে সময় আদালতের হস্তক্ষেপে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন