সর্বশেষ

আন্তর্জাতিক

চীনা পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক নীতিতে বড় ছাড়, স্বস্তি প্রযুক্তি খাতে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীন থেকে আমদানি করা বেশ কয়েকটি প্রযুক্তি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

এতে বিশেষভাবে উপকৃত হবে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব পণ্যকে চীনের ওপর আরোপিত ২৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য দেশের ওপর আরোপিত সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ তার শুল্কনীতিতে একটি ‘গেইম-চেঞ্জার’ মোড়। প্রযুক্তি খাতের ওপর চাপ কমাতে এই ছাড়কে প্রথম বড় ধরনের নীতিগত নমনীয়তা হিসেবে দেখা হচ্ছে।

ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি গবেষণা বিভাগের বৈশ্বিক প্রধান ড্যান আইভস সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, “স্মার্টফোন এবং চিপকে শুল্কের আওতার বাইরে রাখা বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের মতো। এটি প্রযুক্তি খাতে বড় স্বস্তি আনবে।”

প্রযুক্তিপণ্য মূলত চীনে তৈরি হওয়ায়, নতুন শুল্কনীতিতে এসব গ্যাজেটের দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। সেই প্রেক্ষাপটেই এই ছাড়ের ঘোষণা এসেছে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, চীনের ওপর নির্ভরতা কমাতে এবং উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের জন্য কোম্পানিগুলোকে আরও সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র এখন অনেক টাকা আয় করছে। তবে আমরা নিশ্চিত করতে চাই, আমাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য চীনের ওপর নির্ভর করতে না হয়।”

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সেমিকন্ডাক্টর, চিপ, স্মার্টফোন এবং ল্যাপটপের মতো প্রযুক্তিপণ্যে দেশের সক্ষমতা গড়ে তুলতে প্রেসিডেন্ট জোর দিচ্ছেন। কোম্পানিগুলোকে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ছাড় আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং প্রযুক্তি খাতে একটি নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন