সর্বশেষ

আন্তর্জাতিক

গাজার আল-আহলি হাসপাতাল ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি বিভাগ ধ্বংস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকার অবরুদ্ধ অঞ্চলে অবস্থিত একটি প্রধান হাসপাতাল—আল-আহলি আরব ব্যাপটিস্ট—রোববার (১৩ এপ্রিল) ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

এতে হাসপাতালটির জরুরি বিভাগ ও অভ্যর্থনা এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। খবর আরব নিউজের।

হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে বেসামরিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, হাসপাতাল ছাড়ছেন বহু বাস্তুচ্যুত পরিবার। অনেকেই বিছানায় শুয়ে থাকা অসুস্থ স্বজনদের ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। তবে রয়টার্স জানিয়েছে, এসব ছবি তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

হামাস-নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এটি একটি পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে গাজার স্বাস্থ্য খাতের বাকি অংশও ধ্বংস করা হচ্ছে। তারা দাবি করেছে, এখন পর্যন্ত ইসরাইল ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং সেগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে একই হাসপাতালে এক ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জন্য ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরাইলকে দায়ী করলেও, ইসরাইল দাবি করেছিল—তা ছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফল। গোষ্ঠীটি অবশ্য সেই দাবি অস্বীকার করে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন