বেইজিংয়ে ৫০ বছরের সর্বোচ্চ দমকা হাওয়া, ৮শ'র বেশি ফ্লাইট বাতিল

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের রাজধানী বেইজিং ও আশেপাশের উত্তরাঞ্চলে প্রবল দমকা হাওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত বেইজিংয়ের দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি উচ্চগতির রেল পরিষেবা ও সাবওয়ে লাইনও বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণায়মান শীতল বায়ুর প্রভাবে ঘণ্টায় প্রায় ৯৩ মাইল গতিবেগে বাতাস বইছে, যা গত ৫০ বছরে সর্বোচ্চ। আবহাওয়াবিদরা বলছেন, এই তীব্র বাতাস রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
জননিরাপত্তার স্বার্থে বেইজিংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শহরের সব পার্ক বন্ধ রাখা হয়েছে এবং শহরজুড়ে প্রায় ৩০০টি গাছ উপড়ে পড়েছে বলে জানা গেছে।
বেইজিংয়ের ২২ মিলিয়ন বাসিন্দাকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। কিছু রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের মানুষ বাতাসের ধাক্কায় উড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
রয়টার্সকে এক বাসিন্দা জানান, “আজ রাস্তায় লোকজন নেই বললেই চলে। সবাই ঘরে থাকছে। তবে ভাবনার চেয়েও অবস্থা কিছুটা সহনীয়।”
ঝড়ের প্রভাবে বেইজিংয়ের বিমানবন্দর এক্সপ্রেস সাবওয়ে লাইনসহ বেশ কিছু উচ্চগতির ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঝেজিয়াং প্রদেশের এক ব্যবসায়ী বলেন, “গত রাত থেকে আজ পর্যন্ত সব ফ্লাইট বাতিল হয়েছে। এখন কয়েক দিন পর নতুন করে টিকিট কাটতে হবে।”
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে