নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ রোববার (১৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজ শিবির। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে আইরিশদের বিপক্ষে।
অন্যদিকে, শুরুটা মোটেই ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে তারা ৩৮ রানে হেরেছে পাকিস্তানের কাছে। দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই থেকেছে, মাত্র ৬ রানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই আজকের ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।
এই ম্যাচ ছাড়াও বাছাইপর্বে আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।
১২২ বার পড়া হয়েছে